সিনেমাটাকে মনে আছে ? প্যান্ডোরা নামের গ্রহে, মানব প্রজাতির কলোনি । সেখানে থাকেন
নাভিস প্রজাতি যা এখনো তীর-ধনুক সভ্যতার যুগে রয়েছে আর মানব প্রজাতি হাসিল করে নিয়েছে
উন্নত মানের আগ্নেয়াস্ত্রের, অত্যাধুনিক বোমা, ও হাই-ফাই যুদ্ধবিমান । তারা কলোনাইজ
করতে চায়, সেই গ্রহটিকে। আর গ্রহের বাসিন্দারা একটি বিশালায়তন বৃক্ষের নীচে বাস করেন,
আর সেই বৃক্ষের নিচে রাখা আছে একটি মহামূল্যবান
পাথর যা মানব প্রজাতি হাসিল করতে চায় ।
গল্পটি হাইফাই মানব প্রজাতির আর অর্বাচীন প্রজাতির লড়াই নিয়ে । কিন্তু আমি আজ অন্য
কারণে তার উল্লেখ করলাম । উক্ত বৃক্ষটির একটা বৈশিষ্ট্য হলো, সে আপনার মনের কথা আপলোড
করে সংরক্ষণ করে রাখতে পারে । আপনি কি ভাবেন, কি কথা বলেন, কাকে ভালোবাসেন, কবিতা বলতে
কি মনে করেন সমস্ত অব্যক্ত কথাই আপনি স্টোর করে রাখতে পারেন । এমনকি , আপনার মৃত্যুর
পরেও সেই কথাগুলো শেষ হয়ে যায় না । আপনার উত্তরপ্রজন্ম সেই কথাগুলি ডাউনলোড করে শুনতে
পারে । স্মৃতিসারণির ঊর্ধ্বগমন (আপলোড) ও নিম্নগমণ (ডাউনলোড) একটি ঝর্ণাধারার মতো ।
একটু একটু করে বাইট বাই বাইট তা প্রতিলিপি হতে থাকে । এমন কোন কবিতা ব্যাংক আছে যেখানে
আমি আমার সমস্ত কবিতা গচ্ছিত রেখে যাবো ? কি
এমন কোন বৃক্ষ সত্যই থাকতে পারে, গল্পের
গরু কি সত্যিই গাছে উঠতে পারে ?
No comments:
Post a Comment