অত্যাধুনিক কবিতা বলে কিছু হয় না । আপাতত হয় না, দুনিয়ার সব কায়দা কেতায়, নোটবুকে
কেউ অন্তত লিখে যায়নি । কি তার সংজ্ঞা? আর যেখানে সংজ্ঞাকে আগেই নালিফাই করা হয়েছে,
সেইমতো কোন সময়রেখা দিয়ে অত্যাধুনিক কবিতাকে ট্যাগ করা যায় না । ভেঙে গড়া যায়, কেউ
কেউ করতে চাইছে । কিন্তু গঠন, বুনন, নির্মাণ, বিনির্মাণ সেই ত্রিমূর্তির আদলে । সেখানেও
আন্তর্সজ্জা বা অরিয়েন্টেশন কাজ করছে । ঠিক মতো ভাঙা হচ্ছে না । ঠিক মতো গড়া হচ্ছে
না । তাহলে কি ফেসবুক মিথ্যা, বাংলা পিডিয়া মিথ্যা, বাংলা ব্লগ ম্যাগাজিন মিথ্যা ?
এরা মহাকালের ঠিক কোন যুগের ? প্রাচীন, মধ্য ও আধুনিক...এই যুগ সংজ্ঞা সংখ্যায় কম পড়ে
যায় । ব্যাকরণ শুধু ডিগ্রিকে কে তিনটে ভাগে ভাগ করেছে (পজিটিভ, কম্প্যারাটিভ ও সুপারলেটিভ)
। অথচ আমার দরকার চার ভাগ, পাঁচভাগ, অনন্ত ভাগ । ইউনিডাইরেকশন । মাল্টিডাইমেনশোনাল
অখন্ডমন্ডলম আকারং ব্যাপ্তম যেন চরাচরাম । যা থাকে জনক বিষ্ণুর নাভিপদ্মে শিশু ব্রহ্মার
ধুলো খেলা, তার বেড়ে ওঠা, এক পা দুপা করে চলতে শেখা...অ আ ক খ শেখা । বোধ থেকে বোধে
উপনীত হওয়া, কবিতা থেকে উড়াল দিয়ে কবিতায় যাপন করা । আর মহাকালের অমোঘ নিয়মে আর মহাদেবের
প্রলয় নৃত্যে তার নিশ্চিহ্ন হয়ে যাওয়া ।
Saturday, 30 May 2020
অত্যাধুনিক কবিতা
Subscribe to:
Post Comments (Atom)
এঔসব আলোচনা বাংলার জন্য ভীষনই গুরুত্বপূর্ণ
ReplyDelete