কি সত্য তাহলে ? কি হলো কবিতা ? আর বাংলা কবিতায় সত্যের কি অবস্থান ? নাকি অন্য
ভাষার কবিতার থেকে বাংলা কবিতা কিছু আলাদা ? সত্য , মিথ্যা আর তার মধ্যমাবস্থা নিয়ে
শ্রোডিঞ্জারের যে বিড়ালটি শুয়ে আছে, সে মৃত বা জীবিত নিয়ে অনেক আলোচনা হলো, অথচ এখন
পাঠক জানতে চায় সত্য কি ? কিংবা মিথ্যা কি । যে কোন একটা পেলেই অন্যটা গণনা করে জানা
যাবে । সত্যকে তাই ১ ধরি, আর মিথ্যাকে ০ । থাকাকে সত্য, না থাকা কে যদি মিথ্যা ধরা
যায়, সত্য মিথ্যা, শূন্য আর এক মিলে একটা প্যাটার্ন গড়ে ওঠে । প্যাটার্ন রিপিট হলেই
মানব মনের কাছে তা চেনা পরিচিতের মতো লাগে । আমাদের রক্তের ভিতরে যা ক্লান্তি করে, আমাদের বোধের এই আন্তর্সজ্জাকে আমরা বলে উঠি -
কবিতা । কবিতা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া দিয়ে গঠিত । বাক্য ব্যাকরণ ভাবে
সম্পূর্ণ না হলেও বোধের আন্তর্সজ্জায় শব্দাবলী যদি প্যাটার্ন হয়ে দাঁড়ায়, সেই ভাষার
সেইটাই একটি বাক্য, কবিতার সেটাই একটা পঙক্তি । কোটি কোটি আকাশ ভরা সূর্যতারার যে কোন
বিন্যাস তাই কবিতা হতে পারে । কালপুরুষ ও একটি কবিতা ।
Saturday, 30 May 2020
বাইনারি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment