প্রুফ অফ কনসেপ্ট
“কম্পিউটার এইডেড পোয়েট্রি” । কম্পিউটারের সাহায্য নিয়ে কবিতা । (এথিক্যাল ব্যাপারটা
যদি সরিয়ে রাখা যায়- সত্যি কি কবিতা মনুষ্যতর প্রজাতির লেখার অধিকার আছে ? ) । তাহলে কবিতাটা কি লেখা যায় ? একটা প্রকল্প হিসাবে,
একটা সনেট লেখা যেতে পারে । ধরা যাক, কমলিকা আজ দ্বাদশ শ্রেণী । সনেটটি ডেডিকেট করাহবে
উড-বি প্রেমিককে । কি কি শব্দ, বিষয়, অনুষঙ্গ লাগবে কমলিকার ? আয়না, চিরুনি, লিপস্টিক,
মোবাইল ফোন, এস এম এস, ইন্টারনেট, হোয়াটস অ্যাপ
? ধরা যাক গ্রামের নাম কদমখালি, পঞ্চায়েত প্রধান
অজয় প্রামাণিক, তার পুত্র সদ্য কেনা হিরো হোন্ডা বাইক উড়িয়ে দিয়ে পুকুর ধারের রাস্তা
দিয়ে চলে যায় ? কি তার নাম ? বিজয় প্রামাণিক ? সে কেনই বা সে আজ কমলিকাকে ফেসবুকে ফ্রেন্ড
রিকোয়েস্ট পাঠায় ? ফেসবুকে তাকে একটা কবিতা পোস্ট করতে হবে । লেখা
যাক তার জীবনের প্রথম সনেট । লেখা যাক একটি কম্পিউটার এইডেড কবিতা ।
জিজ্ঞাসা
দুদিকে বিকেল নিয়ে দৌড়ালো বাইক
দুই চোখে স্বপ্ন নিয়ে একক সড়ক
পুকুরে ডুবছে জলে রক্তিম সুরজ
ফেসবুকে ,হে যুবক সহস্র লাইক !
বিদ্ধ চাহনির মধ্যে রয়েছে জিজ্ঞাসা
যুবক ! কি বলতে চাও এভাবে তাকিয়ে
এই রক্তে খেলছে যে দৌড়, স্বপ্ন, কথা
জেনো তার নাম দিতে পারি ভালোবাসা ।
এই চোখে কথা আছে কবিতা কাজল
জ্বলে পুড়ে যেতে চাই আগুন মাফিক
এঘর বারান্দা থেকে দূরে যেতে চাই
পথ ডাকে, সঙ্গী হলে ছুটে যেতে পারি
হে নবীন, চাও নাকি পড়তে সে কথা
যে কবিতা এ পর্যন্ত পড়া হয় নাই ?
কবিতাটি “লিপিকা” সফটওয়ারের সাহায্যে লেখা । কবিতাটা তেমন যুতসই হলো
না । ভালো সনেটও হলো না । তবে সনেট লেখার কিছু কিছু পদ্ধতি স্থাপন করা গেলো । শব্দচয়ন ও বাক্য গঠনের কিছু প্রচেষ্টা
কম্পিউটার করলো, আট+ছয় অক্ষর বিন্যাস,
এবং চোদ্দ লাইনে কবিতাটা লেখা হলো । যেখানে ম্যাসিন সীমাবদ্ধ, সেখানে কিছুটা হিউম্যান
টাচ দেওয়া হলো । এইভাবে কিছু আইটেরেশন যাওয়ার পরে, কবিতাটা এইরকম দাঁড়ালো । লিপিকা সফটওয়ারের একটি স্ক্রিনশট দেওয়া হলো ।
No comments:
Post a Comment