Saturday, 6 June 2020

খেলিছো এ বিশ্ব লয়ে

কবি বিদ্রোহী হয়ে ওঠেন । নিভৃতের কবি, নিসর্গের কবি, হয়ে ওঠে রণচণ্ডীর খড়গ কৃপাণ । তার কল্পলোকে পূজা হয়ে ওঠে পাষাণ , প্রেম হয়ে ওঠে শঙ্খনিনাদ ।  এই আকাশ বাতাসের মাঝে রবি নিজের স্থান করে , বিশ্বভরা প্রাণের মাঝে, তবু মনে রেখো গানটি রেখেছেন আলতো ভাবে ।  ঘরের এক কোনে পড়ে আছে মাটির কলস । কবি মন কেন যে বিদ্রোহী হয়ে উঠতে চায় । বলে উঠতে চায়: খেলিছো এ বিশ্ব লয়ে এ বিরাট শিশু আনমনে । 


খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে।
প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে।।
	শূন্যে মহা আকাশে
	মগ্ন লীলা বিলাসে,
ভাঙিছ গড়িছ নিতি ক্ষণে ক্ষণে।।
তারকা রবি শশী খেলনা তব, হে উদাসী,
পড়িয়া আছে রাঙ্ পায়ের কাছে রাশি রাশি।
	নিত্য তুমি, হে উদার
	সুখে দুখে অবিকার,
হাসিছ খেলিছ তুমি আপন মনে।।
 
চলুন গানটা শুনে নিই ।   





এই শিশুর নাম কমলিকা । শিশু শিখছে, খেলছে, ভাঙ্গছে । তার কবিতা লিখে ওঠার দায় নেই । সনেট হলো, না হলো । ভিলানেল হলো, না হলো , সেই বিচারের জন্য তারকা রবি শশীর খেলোয়াড় , তাদের নিজস্ব আম্পায়ার নিয়ে আছেন ।




এই খেলা, আর খেলা ভাঙার খেলা । যদি খেলবি আয়, আয়, আয় ।









No comments:

Post a Comment