কবিতা নিয়ে নানান সাধনা করে চলেছেন মানুষ । সহজ মানুষ । সহজ করে ভাবতে থাকা মানুষ । কেউ জানেন, কেউ জানেন না । কেউ পড়েছেন, কেউ পড়েন নি । পৃথিবীর প্রথম আবিষ্কারে যখন আগুন উৎপাদিত হলো । যিনি করলেন , তিনি কোনদিন কলকাতা দেখেন নাই । কলকাতা নামের কোন বিশ্ববিদ্যালয় আছে বলে তিনি জানতেন না । যে ভাবে, লালন ফকির ও বোধহয় জানতেন না, রবীন্দ্রনাথ বলে একজন ঠাকুর আছেন । তবুও তিনি লিখতে পারলেন, "আমার বাড়ির কাছে আরশীনগর এক পড়শী বসত করে, আমি একদিন ও না দেখিলাম তারে । "
পড়ে অনেক জানা একটি মনুষ্যআবিষ্কৃত পথ । সেইটা পড়ে আমরা কিছু কিছু জানি । যে যত পড়ার সুযোগ পেয়েছেন, সুযোগ নিয়েছেন, পিরামিডের শৃঙ্গের কাছাকাছি তার স্থান । তারা ঠাকুর হয়ে ওঠেন ।
পয়ার নিয়ে নেক্সট পোস্ট দেবার আগে, রাহুলের লেখা সেই পোস্টটা একবার দেখে নেওয়া যায় । কি বলেন ?
ভালোবাসা দাদা।পরবর্তী পর্ব এবং তার পরবর্তী পর্বগুলিতেও, কমলিকার রেফারেন্স থাকবে
ReplyDelete