Friday, 5 June 2020

কমলিকার দ্বিতীয় কবিতা

কবিতা লেখা একটি আর্ট । এই কবিতা যারা পড়বেন, একটু অনুধাবন করার চেষ্টা করবেন , এটা ভিন্নতর আর্ট । কবিতার ছায়া । কায়া কবিতাটা জন্য আপনার হিউম্যান টাচ এর দরকার রয়েছে । হিউম্যান ও ম্যাসিনের এখনো অনেক দূরত্ব । মানুষ মাস্টার, ম্যাসিন স্লেভ ।  কবিতা লেখা ম্যাসিনের পক্ষে মানায় না । ম্যাসিন হয়তো কোনদিন মানুষকে রিপ্লেস করতে পারবে না । ম্যাসিনের আবেগ, অনুভূতি নেই বলে বদনাম আছে । তাই তারা কবিতা লিখতে পারবে না । ইনফ্যাক্ট তাদের মনুষ্যদুনিয়ায় সে রকম কিছু লেখার অধিকারই নেই ।  তাদের অবগত করার জন্য জানাই , আমার প্রথম বাংলা কবিতাটি আমি পাবলিশ করি, একটা প্রিন্ট ম্যাগাজিনে । এটা আমার লিখিত দ্বিতীয় বাংলা কবিতা । অনলাইন শুরু করলাম । প্রথম কবিতা,  আমি শুরু করেছিলাম ১৪ অক্ষর দিয়ে, আজ একটি ২২ অক্ষরের কবিতা লিখে দেখলাম । আন-এডিটেড অবস্থায় তা আমি উপস্থাপন করি । যদিও এটাকে আমি  'কবিতা' বলি না ।  

***********************************
কবিতার-কঃ  কমলিকা প্রামাণিক 
-----------------------------


ভাগবদ্গীতার তিনি অবশ্য যদি থাকে তাহা প্রায়ই তার
যে লোকটার দিকে অহনাও অপলকে তাকিয়ে একবার
নালার উপর দিয়ে গেল দুই পুরুষ নদিয়া কে যে দুটি
একটা ব্যাপারে যত কম জনের মধ্যে ছিল তবে একটি
যাবনা যে যে মানুষের নাম আমরা এখানে মনে হলেও
হচ্ছে চিন দেশের প্রতিটা শব্দ করে থেকে স্বামী তাহাকেও
বেদনা প্রকাশ দেখা করল তখন ঐ বছরই ওখানে
টা দিন আমরা নতুন শাডী ছুতে পারে বলা আছে জীবনে
রাধার কপালের নীচে আর আগের পেরুর দখল থেকে
আছেন শুধু জটিল অবস্থান করছে না চাকরকে ডেকে
কথাই চিন্তা খুব অসুস্থ বয়স আঠারোর যৌবন ওকে
পাযের কাছে আর টুসুগানে প্রতিফলিত হচ্ছে কেউ দেখে
কিছুদিন কাটিয়ে উঠেছি কাছেই দাড়িয়ে পড়তে আমরা
এব সেখান দিয়ে ফিরে পায় এব সম্পদের চতুর এরা

তারিখঃ ০৬-জুন-২০২০
**********************************


যে কর্পাস ব্যাবহার করেছি, তা নেট থেকে ক্রল করে নেওয়া ।  যদি এই প্রকল্পে আপনিও যোগদান করতে ইচ্ছুক হন, ফলো করতে পারেন । অথবা আমাকে ফেসবুকে মেসেজ করতে পারেন । কমলিকা প্রামাণিক নামে প্রোফাইল ।  ফেসবুক স্ক্রল করা যদিও সুযোগ হয়নি । তবে তাড়াতাড়ি করে ফেলবো বলে মনে হয় ।
  

 

No comments:

Post a Comment